একাদশ শ্রেণিতে দ্বিতীয় মেধা তালিকা হতে ভর্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
১। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রভাতী ও দিবা শাখায় একাদশ শ্রেণিতে (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক) ভর্তিচ্ছু ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৭ জুলাই ২০১৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে মেধাক্রম অনুসারে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
২। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীকে যা যা আনতে হবে:
ক) এসএসসি এর মূল Registration কার্ড;
খ) এসএসসি এর মূল Admit কার্ড;
গ) Online Application Choice List এর প্রিন্ট কপি;
ঘ) সম্প্রতি তোলা ছবি ০৬ কপি (পাসপোর্ট সাইজ-০৪ কপি, স্ট্যাম্প সাইজ-০২ কপি)
ঙ) ইন্টারনেট থেকে ডাউনলোড করা Transcript এর প্রিন্ট কপি;
চ) অত্র কলেজের ওয়েবসাইট থেকে Online Application ফরম পূরণ করার পর প্রাপ্ত
৩। Applicant ID card এর প্রিন্ট কপি;
৪। নির্বাচিত ছাত্রদের ০৭ জুলাই ২০১৫ সোনালী ব্যাংক, কলেজ গেইট শাখায় টাকা জমাদানসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
বিবরণ টাকা
ভর্তি ফি ৭৫০/-
বেতন (জুলাই-২০১৫) ৬৬০/-
হোস্টেল চার্জ (আবাসিক)/ টিফিন চার্জ (অনাবাসিক) ৪৯১/-
সেশন চার্জ ৭,০০০/-
বেতন বই ২০/-
বি.এন.সি.সি ৫০/-
সর্বমোট= ৮,৯৭১/-
৫। আবাসিক হিসেবে ভর্তি ইচ্ছুক ছাত্রদের হোস্টেল চার্জ বাবদ অতিরিক্ত ৩২২১/-টাকা জমা দিতে হবে।
৬। দ্বিতীয় মেধা তালিকা হতে ভর্তি ইচ্ছুক ছাত্রদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত বিলম্ব ফি প্রদান করতে হবে।
৭। এ কলেজে ভর্তির আবেদন ফরম পূরণের নির্দেশিকা এতদসঙ্গে সংযুক্ত করা হলো।
অধ্যক্ষ
smart it zone
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত সংক্রান্ত জরুরি নোটিস
১। ঢাকা শিক্ষ বোর্ডের নির্দেশক্রমে অত্র কলেজ থেকে ২০১৫ সালে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ইতোমধ্যে কলেজ থেকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়েছে তাদেরকে অবিলম্বে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট কলেজের ভর্তি শাখায় ফেরত দিতে বলা হচ্ছে। অন্যথায় পরবর্তীতে কোনো জটিলতার সৃষ্টি হলে প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
২। বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রেরণ করা হলো।
অধ্যক্ষ
জেনুইন রেসিডেন্সিয়াল কলেজ